প্রাণ ফিরেছে যুক্তরাষ্ট্র আ.লীগে
নবগঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে জাহিদসহ বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতা স্থান পেয়েছে। ফলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রাণ ফিরে পাবে এমনটায় মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি আওয়ামী লীগে পদ পাওয়ায় শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন বার্তায় তার বর্ণাঢ্য ছাত্র রাজনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরে সফলতা কামনা করেছে।
এদিকে জাহিদ হাসান পদ পাওয়ার পর তার নিজ ফেসবুকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তার স্ট্যাটাস তুলে ধরা হলো-
‘শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় চিরকৃতজ্ঞ প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে।’
‘এ ছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রিয় অভিভাবক প্রিয় ড. সিদ্দিকুর রহমান ভাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ভাইকে।’
ফেসবুকে কমেন্টে ইমরান খান নাহিদ নামে এক ছাত্রলীগ নেতা লিখেছেন, ক্ষমতার চেয়ার পেলে আর কেউ ছাড়তে চায় না, আঁকড়ে ধরে রাখে। দৃষ্টান্ত স্থাপন করলেন ভাই, ভালোবাসা।
জাফর আহমেদ ইমন লিখেছেন, যাহা কিছু সুন্দর, মসৃণ, গতিশীল, সৃষ্টিশীল, গ্রহণযোগ্য, গঠনমূলক তাই প্রত্যাশা করব আপনাদের কাছে। এগিয়ে যান ভাই। যে কোন সহযোগিতা করতে গোলাম রব্বানী ভাই আপনাদে পাশে সবসময় আছে।
এমআরএম/পিআর