লস অ্যাঞ্জেলেসে রোহিঙ্গা সমস্যা নিয়ে কর্মশালা

লস্কর আল মামুন
লস্কর আল মামুন লস্কর আল মামুন , যুক্তরাষ্ট্র প্রতিনিধি লস অ্যান্জেলেস (যুক্তরাষ্ট্র) থেকে
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৪ জুন ২০১৯

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) মো. নুর এলাহি মিনা। তিনি ভিডিওচিত্রের মাধ্যমে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বিভিন্ন কার্যক্রম, অবদান ও রোহিঙ্গা সমস্যা-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তৃতা করেন।

Rohinga-Losangel

অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, ডেপুটি কনসাল ওয়ালিউর রহমান প্লাবন বক্তৃতা করেন। পরে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের ওপর নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’ প্রদর্শিত হয়।

এসআর/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]