বুলগেরিয়ায় তৃতীয় এশিয়ান ফেস্টিভালে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৩ জুন ২০১৯

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় আয়োজিত তৃতীয় এশিয়ান ফেস্টিভালে অংশগ্রহণ করেছে আঙ্কারস্থ বাংলাদেশ দূতাবাস। গত ১৪-১৫ জুন এ ফেস্টিভাল অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দূতাবাস।

বুলগেরিয়ার পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়, জাতীয় সাংস্কৃতি ইনস্টিটিউট, সোফিয়া পৌরসভা এবং সোফিয়াস্থ এশিয়ান দূতাবাস ও মিশনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত উৎসবে বাংলাদেশসহ ১৫টি কূটনৈতিক মিশন অংশগ্রহণ করে।

‘ইস্ট অব ম্যাজিক’ শীর্ষক উৎসবের মূল প্রতিপাদ্য ছিল এশিয়ান শিল্প-সাংস্কৃতিকে বুলগেরিয়ার জনগণের মাঝে তুলে ধরা। বুলগেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইলিআনা ইয়তোবা দু’দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উৎসবে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিচালনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে বুলগেরিয়াস্থ বাংলাদেশ কমিউনিটি সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Bangladesh

বাংলাদেশ প্যাভিলিয়নে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক অগ্রসরমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বিভিন্ন সরকারি প্রকাশনা, পোস্টার, বিবিধ স্যুভিনির ইত্যাদিসহ বাংলাদেশি খাবার পরিবেশন ও বিক্রি করা হয়, যা দর্শণার্থীদের মধ্যে বিশেষ উদ্দীপনা ও আগ্রহ তৈরি করে। উৎসবে বাংলাদেশের সাংস্কৃতিক দল সংগীত ও নৃত্য পরিবেশ করেন।

উৎসবে অংশগ্রহণের পাশাপাশি গত ১৫ জুন সোফিয়ায় অবস্থিত বুলগেরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ‘বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে বুলগেরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, উদ্যোক্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Bangladesh

রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী তার বক্তব্যে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, কৌশলগত ভৌগলিক গুরুত্ব, সাম্প্রতিক সময়ের আর্থ-সামাজিক অর্জন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের স্বীকৃতি সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশ ও বুলগেরিয়ার মাঝে বিদ্যমান উষ্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য উভয় পক্ষের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে বিদ্যমান বাণিজ্য বান্ধব পরিবেশের সুযোগ নেওয়ার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।

সোফিয়া অবস্থানকালে রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বিবিধ দ্বিপাক্ষিক বিষয়েও মত বিনিময় করেন। বৈঠককালে দূতাবাসের মিনিস্টার মো. রইস হাসান সরোয়ার ও দূতালয় প্রধান সবুজ আহমেদ উপস্থিত ছিলেন।

জেপি/আরএস/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]