আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ৩১ মে ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় রিপন উদ্দিন (২৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) স্থানীয় সময় রাতে শারজায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আশাই উল্লার ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন ভ্রমণ ভিসায় আমিরাত এসে ইনভেস্টর ভিসা লাগান এবং ইনভেস্টর ভিসায় এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য স্থানীয় আইন অনুযায়ী পাশের দেশ ওমানে পোর্ট এক্সিট করে বুধবার শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। একইদিন শারজায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় রিপন আহত হলে তাকে স্থানীয় আল বেইথ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের সতীর্থ আহমেদ খালেদ জানান, রিপনের লাশ বর্তমানে আল বেইথ হাসপাতালের হিমঘরে রয়েছে। তার লাশ দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

এসআর/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]