ভিয়েনায় পৌঁছেছেন আইনমন্ত্রী

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২ এএম, ২৭ মে ২০১৯

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে চার দিনের সরকারি সফরে ভিয়েনায় গিয়েছেন তিনি।

অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরোজ জানান, এমিরেটস এয়ারলাইন্সে করে রোববার (২৬ মে) সন্ধ্যায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আইনমন্ত্রী। ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কাউন্সিলর রাহাত বিন জামান তখন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

anisul-hak

ভিয়েনা বিমানবন্দরে আইনমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা খন্দকার হাফিজুর রহমান নাসিম, আওয়ামী লীগ নেতা ও সিনিয়র সাংবাদিক আহমেদ ফিরোজ, সাইফুল ইসলাম কবির, শামছুল ইসলাম, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, শাহ কামাল,ইমরুল কায়েস,গাজী মোহাম্মদ প্রমুখ।

জেডএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]