ভিয়েনায় এশিয়ান কালচালার কমিউনিটির ইফতার

হাসান তামিম
হাসান তামিম হাসান তামিম
প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৮ মে ২০১৯

ভিয়েনায় মুসলিমদের নিয়ে গঠিত এশিয়ান কালচারাল কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন এশিয়ান ইসলামিক কালচারাল কমিউনিটির প্রেসিডেন্ট এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটির অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিলর মেম্বার ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিজিয়ার অথরিটির প্রেসিডেন্ট উমিত ফোরাল এবং ভিয়েনা স্টেট পার্লামেন্টের সদস্য ওমার আল রাওয়াইসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেতারা।

Austia2

অতিথিরা রমজানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইঞ্জিনিয়ার হাসিম বলেন, ভিয়েনার বিভিন্ন মুসলিম সংগঠনগুলো এক ছাতার নিচে নিয়ে এসেছে ইসলামিক রিলিজিয়াস অথরিটি অস্ট্রিয়া এবং প্রতিবছর এশিয়ান ইসলামিক কালচারাল অথরিটি এই ইফতারের আয়োজন করে থাকে।

উল্লেখ্য, ইফতার মাহফিলে বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]