আমিরাতে প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৬ মে ২০১৯

রোববার রাতে প্রথম তারাবি নামাজের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এদিন দিবাগত রাতে সেহরি খেয়ে রমজানের প্রথম রোজা রেখেছেন সেখানকার মুসলমানরা।

আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোর্সমেন্টের (আওকাফ) হিসাবে রোববার রমজানের চাঁদ দেখা যায়।

তারাবির নামাজ উপলক্ষে দুবাইসহ সারা আমিরাতের মসজিদে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল বলে জাগো নিউজকে জানিয়েছেন আমিরাতের বিভিন্ন বিভাগ থেকে প্রবাসী বাংলাদেশিরা।

তারা জানান, কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।

এদিকে দুবাইয়ের বিভিন্ন মসজিদে ঘুরে দেখা যায়, স্থানীয় ও প্রবাসীদের উপস্থিতিতে মসজিদে তিল ধারণের জায়গা নেই। বেশকিছু মসজিদে বাইরে সামিয়ানা টাঙিয়ে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে দুবাইয়ের বিভিন্ন মসজিদে খতম তারাবির পাশাপাশি সুরা তারাবি হবে।

জেডএ/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]