ইতালিতে দোহার ভেনিস ঐক্য পরিষদের পরিচিতি সভা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

ইতালির ভেনিসে `দোহার ভেনিস ঐক্য পরিষদের’ কার্যকরী কমিটি পুনর্গঠন, পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নুর আলী পাঠান জিল্লুর সভাপতিত্বে আশিক পলস এবং সুহেলী আক্তার বিপ্লবীর যৌথ উপস্থাপনায় শুরুতে কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, ভেনিস নাগরিক কমিটির সভাপতি কাশেম সিকদার, সাধারণ সম্পাদক আকবর হোসেন, গাজীপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান শামীম, কোষাদক্ষ মানিক মিয়াসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতারা।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন ওমর ফারুক নিনি। নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে যথাক্রমে প্রধান উপদেষ্টা যাওয়ার মোড়ল, সভাপতি মুরাদ আহমেদ, সিনিয়র, সহ-সভাপতি নুরে আজম লিটন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক রনি হসেন রনি, দফতর সম্পাদক ইয়াকুব হাসান, কোষাদক্ষ মিশন মোড়ল, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা মুরাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মৌটুসী ইয়াকুব প্রমুখ।

এ সময় সভাপতি তার বক্তব্যে সবার কাছে দোয়া এবং পাশে থাকার আহ্বান জানান। পরিচিতি সভার পর ত্রেভিজো ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]