আমিরাতে বাংলাদেশ কালচারাল ভিশনের আয়োজনে বর্ষবরণ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ কালচারাল ভিশনের উদ্যোগে উদযাপন করা হয়েছে ১৪২৬ বাংলা বর্ষবরণ। জে আলম রুপের ব্যবস্থাপনায় সম্প্রতি শারজাহস্থ হুদায়বিয়া রেস্টুরেন্টে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বর্ষবরণ অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যের বাহারি রকমের পিঠা।

সায়েদা রুহ জামিল দিবার উপস্থাপনায় একঝাঁক প্রবাসী শিল্পী গান পরিবেশন করেন। প্রবাসী শিল্পীদের মনমাতানো দেশীয় সঙ্গীতে আনন্দ মুখর হয়ে ওঠে পুরো বর্ষবরণ অনুষ্ঠান।

যমুনা ব্যাংকের সৌজন্যে পিঠা উৎসবে অংশগ্রহণকারী নারীদের জন্য বিশেষ পুরস্কার ও বর্ষবরণ অনুষ্ঠানে আগত প্রবাসীদের জন্য ছিল র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র-এর মাধ্যমে ৬ জন প্রবাসী ও দু’জন পিঠা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন সামছুন নাহার স্বপ্না ও কাজী ইসমাইল।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]