বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কুলতোরাল উমানেতারিয়া-এর পরিচিতি সভা

মিরন নাজমুল
মিরন নাজমুল মিরন নাজমুল , স্পেন প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

স্পেনের বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কুলতোরাল উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল রোববার রাত ১০টায় স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়।

২০০১ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এবারের নিয়ে পঞ্চম কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হলো। উত্তম কুমারকে সভাপতি, শামীম হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং রাসেল হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১১৭ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়। সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Spain2

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিক খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সদস্য ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আলাউদ্দিন হক নেসা এবং আউয়াল ইসলাম যৌথভাবে কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।

Spain2

এরপর কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। কমিটি ঘোষণার পরে অতিথিদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমেরিকা থেকে আগত সংগীত শিল্পী ইমতিয়াজ বাবুসহ জিনাত শফিক, রাজু গাজী ও দিবার সংগীত পরিবেশনার মাধ্যমে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]