বোস্টনে বাংলাদেশি বৌদ্ধদের নববর্ষ উদযাপন

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৯

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন উদযাপন করেছে বাংলা নববর্ষ। শনিবার আর্লিংটন শহরের ম্যাসাচুসেটস এভিনিউতে অনুষ্ঠিত হয় জমজমাট বর্ষবরণ।

সংগঠনের সভাপতি সুহাস বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও সংঙ্গীতশিল্পী মংসাথুই চৌধুরী। তিনি বলেন, বাংলা বর্ষবরণ সকল ধর্ম-বর্ণ গোত্রের এক মিলন উৎসব। আনন্দের বিষয় হচ্ছে বর্ষবরণের উৎসব এই বৈশাখী, বিযু বা সাংগ্রাই, আজ বিদেশের মাটিতেও উদযাপিত হচ্ছে যাতে প্রবাসের নতুন প্রজন্ম অংশ নিতে পারছে।’

তিনি বলেন, ‘বাংলা বছরের প্রথম মাস ছিল অগ্রহায়ণ মাস, কিন্তু গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বৈশাখ মাসকে সম্মান দেখিয়ে বাংলা বছরের প্রথম মাস হিসেবে বৈশাখ মাসকে গ্রহণ করা হয়েছিল।’

তিনি দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রবাস প্রজন্মের কাছে পরিচিত করে তোলার জন্য বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘আমিও আপনাদের একজন হয়ে এই সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য কাজ করে যেতে চাই।’ সভাপতি সুহাস বড়ুয়া বলেন, ‘বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ চর্যাপদ দিয়ে শুরু হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাস।’

তিনি বলেন, ‘পাহাড়পুর বৌদ্ধ বিহারের মহাজ্ঞানী বৌদ্ধ ভিক্ষুরা রচনা করেছিলেন প্রথম বাংলা সাহিত্য চর্যাপদ। পাহাড়পুর-সোমপুর, কুমিল্লার শালবন, নাগেশ্বর, ভারতের নালন্দা প্রভৃতি বাংলার তৎকালীন বৌদ্ধ বিহার আর বিশ্ববিদ্যালয় ধ্বংশ করেছিল বিদেশি দখলদার এবং দেশীয় দুষ্কৃতকারীরা কিন্তু সেই চর্যাপদ দিয়ে শুরু হওয়া বাংলা সাহিত্য আজ বিশ্বজুড়ে বিকশিত, প্রতিষ্ঠিত এবং সমৃদ্ধ।’

boston2

সহ-সভাপতি প্রজয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- টাফট বিশ্ববিদ্যালয়ের প্রথম বৌদ্ধ ধর্মগুরু ভদন্ত প্রিয় রক্ষিত, সংগঠনের সাবেক সভাপতি তরুণ বড়ুয়া, সাবেক ব্যাংকার সুভাষ বড়ুয়া, বিমান বাংলাদেশ-এর দুবাই স্টেশন ম্যানেজার নিদান বড়ুয়া, বাসু বড়ুয়া, রঞ্জন তালুকদার, অতিথি ক্যাইচিং মারমা, সাবেক সভাপতি সৌমেন্দু বড়ুয়া, সাবেক সভাপতি দেবাশীষ বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রবল বড়ুয়া, দীপন বড়ুয়া, তমাল বড়ুয়া ও সবুজ বড়ুয়া।

অনুষ্ঠানে অতিথিদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানস্থল নানা রংয়ের দেশীয় নকশার হস্তশিল্প, কুঠির শিল্প ও চিত্রকর্মে দিয়ে সাজানো হয়। অনুষ্ঠান শুরু হয় রকমারি দেশীয় পিঠার সমারোহে আয়োজিত পিঠা উৎসবের মাধ্যমে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রধান অতিথি বিশিষ্ট সংঙ্গীতশিল্পী মংসাথুই চৌধুরী, তেজ তঞ্চঙ্গ্যা, কবিতা আবৃত্তি করেন নিদান বড়ুয়া, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিক রাজু বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের শিশু-কিশোরসহ সব বয়সের সদস্য-সদস্যরা। নৃত্য পরিচালনায় ছিলেন শিল্পী লীমা বড়ুয়া।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]