রোমে উৎসবমুখর পরিবেশে সংকীর্তন

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৯

ইতালির রাজধানী রোমে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সন্ধ্যায় দেশটির তরপিনাত্তারাস্থ হিন্দুপূজা মন্দিরে সংকীর্তন পরিবেশন করেন রাম ঠাকুর সম্প্রদায়, কৈল্যনাথ সম্প্রদায় ও রাধারানী সম্প্রদায়।

সন্ধ্যা থেকে শুরু হয়ে কীর্তনে রোমের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশগ্রহণ করেন। সার্বজনীন হিন্দুপূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব দেবনাথ, সাধারণ সম্পাদক নোবেল সাহা ও সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায় ও তাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা, উপদেষ্টারা ও ভক্তদের ঐকান্তিক প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়।

কীর্তন শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব দেবনাথ ও সাধারণ সম্পাদক নোবেল সাহা উপস্থিত ভক্তদের ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতে আপনাদের সহযোগিতা থাকলে ভগবানের কৃপায় আমরা প্রবাসের মাটিতেও সকল প্রকার পূজা অর্চনা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। এ সময় নাম কীর্তন পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রয়।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]