মাল্টায় সম্মেলনের পথে ইতালি আ.লীগের নেতারা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২১ এপ্রিল ২০১৯

মাল্টা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিতে ইতালি আওয়ামী লীগের তরুণ তিন নেতা মাল্টার পথে রয়েছেন। রোববার সকালে ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিছিনো থেকে মাল্টার উদ্দেশে রোম ত্যাগ করেন। রোববার (২১ এপ্রিল) এ সম্মেলন শুরু হবে।

এ ব্যাপারে জাহাঙ্গীর ফরাজী বলেন, ইউরোপের ছোট দেশ মাল্টাতে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে মাল্টায় আসা। ইউরোপের যেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সেখানেই আমরা ছুটে যাই। এ যাত্রাও এর ব্যতিক্রম কিছু নয়।

যুগ্ম সাধারণ সম্পাদক এম রব মিন্টু বলেন, ইউরোপের প্রতিটি স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্ব ইউরোপ আওয়ামী লীগ সুসংগঠিত। এরই ধারাবাহিকতায় নির্বাচনপরবর্তী সময়ে বিভিন্ন দেশে সম্মেলন অব্যাহত রয়েছে। ফলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এর অংশীদার।

সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ইউরোপের বিভিন্ন দেশে সম্মেলন স্থগিত ছিল। আমাদের প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে অনেক দেশেই সম্মেলন বন্ধ রাখা হয়। এখন প্রতিটি দেশে সম্মেলন চলছে। এরই ফলশ্রুতিতে আমরা মাল্টার সম্মেলনে যোগ দিতে এসেছি।

এদিকে একটি সূত্রে জানা যায়, মাল্টার সম্মেলনে যোগ দেবেন ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী।

উল্লেখ্য, মাল্টায় এর আগে কোনো কমিটি ছিল না যার ফলে কমিটি গঠনের পর এটাই প্রথম সম্মেলন মাল্টা আওয়ামী লীগের।

বিএ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]