বেলজিয়ামে মুজিবনগর দিবস উদযাপন

ফারুক আহাম্মেদ মোল্লা
ফারুক আহাম্মেদ মোল্লা ফারুক আহাম্মেদ মোল্লা
প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৯

বেলজিয়ামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার স্থানীয় সময় বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহিদুল, সঞ্চালনা করেন দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল। বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী সহ-সভাপতি বাবু নিরঞ্জন রায়, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, যুবলীগের সভাপতি খালেদ মিনহাজ, সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবু বিধান দেব, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উল আলম, এমরান আলী, ইসরাফিল হক, সাইদুর রহমান খান প্রমুখ।

Belgiam1

কুরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা পর্বে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুসহ চার নেতা ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বাংলাদেশ গঠনে মুজিবনগর সরকারের গুরুত্ব অসীম। বাংলাদেশ যতদিন বিশ্বের মানচিত্রে থাকবে, মুজিবনগর সরকারের ভূমিকা ততদিন অমর হয়ে থাকবে।’

আলোচনা অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। আলোচনা সভার শুরুর আগে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]