বাংলাদেশি জুয়েলকে ২০ লাখ টাকা দিতে খুঁজছে মালয়েশিয়ার কামাল

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৫ এপ্রিল ২০১৯

মালয়েশিয়ায় দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করা বাংলাদেশি জুয়েল ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা পাবেন। দুর্ঘটনায় আহত হয়ে মালয়েশিয়ার আদালতে ক্ষতিপূরণের চেয়ে মামলা করেন জুয়েল। তবে ঘটনার পর তিনি বাংলাদেশে চলে আসায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না কেউ।

জুয়েলের বন্ধু কামাল জানান, এক বছর আগে জুয়েল মালয়েশিয়ার শাহ আলম এলাকায় একটি বিল্ডিংয়ে কনস্ট্রাকশন কাজে নিয়োজিত থাকাবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ আদায়ে সে মালয়েশিয়ার আদালতে মামলা করে দেশে ফিরে যায়। যাওয়ার পরে কিছুদিন যোগাযোগ থাকলেও বর্তমানে জুয়েলের সঙ্গে যোগাযোগ না থাকায় তার ক্ষতিপূরণের ২০ লাখ টাকা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না।

পাসপোর্টে লেখা তথ্য অনুযায়ী, জুয়েলের বাড়ি মাগুরা জেলায়। তবে এর বিস্তারিত তথ্য কারও জানা নেই। ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

জুয়েলের খোঁজ পেয়ে থাকলে +৬০১৭২০৭১৯৩০ অথবা +৬০১৮২৪৩৫৬৫৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন জুয়েলের বন্ধু কামাল।

এসআর/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]