সিলিন্ডার বিস্ফোরণে সৌদিতে বাংলাদেশি নিহত

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৯ এপ্রিল ২০১৯

সৌদি আরবের রিয়াদ শহরে নিজ বাসায় রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের রায়পুরের ইসমাইল হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ইসমাইল উপজেলার চরমোহনা ইউপির উত্তর রায়পুর গ্রামের আমান উল্লাহর ছেলে।

মঙ্গলবার নিহতের স্ত্রী ফেন্সি বেগম জানান, ইসমাইল হোসেন গত ১০ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরে মালিকানাধীন একটি আবাসিক ভবনের তত্ত্বাবধায়কের কাজ করেন।

গত চার বছর আগে বাড়িতে আসেন। ১৩ দিন আগে ইসমাইল নিজ বাসায় রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক আহত হন ও মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এ সময় তার সহকর্মীরা দগ্ধ ইসমাইলকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ইসমাইলের মৃত্যুর সংবাদে বাড়িতে স্ত্রী-সন্তানসহ স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]