মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৯

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। ৭ এপ্রিল রোববার স্থানীয় সময় ভোররাত আড়াইটার দিকে কামপুং তালি আইযের বানতিং সেলাংগার এলাকায় টহলরত পুলিশ দুটি মাইভি কারকে দাঁড়াতে সিগনাল দিলে তা অমান্য করে।

এ সময় গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুই মালয়েশিয়ান নাগরিকসহ তাদের আটক করে। আটকদের বয়স ২০ থেকে ৪০ বছর বলে পুলিশ জানায়।

পুলিশ আরও জানায়, আটক বাংলাদেশি নাগরিকদের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ইমিগ্রেশন আইনের ২৬ (এটিআইপিএসওপি) ২০০৭ ধারায় তাদের আটক করা হয়েছে।

তদন্তের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নাম প্রকাশ করেনি। পুলিশের ধারণা তানঝুং সেপাত সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশ করেছে এসব বাংলাদেশিরা।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]