মালয়েশিয়ায় ওয়াজ মাহফিলে বাংলাদেশিদের ঢল

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৭ এপ্রিল ২০১৯

বর্তমান সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে প্রবাসীদের ঢল নেমেছে। মালয়েশিয়ার সেলায়াং পাসারের বাংলাদেশি ব্যবসায়ীদের আয়োজনে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল শনিবার রাত ৮টা থেকে শুরু হয়ে ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন হাফেজ মাহফুজুল হক। মাওলানা মিজানুর রহমান বয়ানে বলেন, ‘দুনিয়া ও পরকালের সুস্থতা ও কল্যাণ লাভকারী ব্যক্তিরাই হবেন সবচেয়ে সফল। এ সফলতা লাভে কোরআন-সুন্নাহর বিধিবিধান পালনের বিকল্প নেই।’

তিনি বলেন, ‘দৈনন্দিন জীবনে সুস্থতা ও কল্যাণ লাভই মানুষের একমাত্র কামনা। যারা দুনিয়াতে সুস্থতা ও কল্যাণ লাভ করবে তাদের পরকালও সাফল্যমণ্ডিত হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে। তারা দুনিয়া ও পরকালের কল্যাণ ও সুস্থতা লাভ করবে।’

Maleshiua2

মিজানুর রহমান আজহারি বলেন, ‘ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকেই জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেন না। আর এ ইসলাম মানেই হলো আত্মসমর্পণ।’

তিনি বলেন, ‘আল্লাহ মানুষের কাছ থেকে যে দ্বীন গ্রহণ করেন, তা শুধু মস্তিষ্ক দ্বারা কোনো কিছু চিন্তা করা নয় এবং মন দ্বারা কোনো কিছুকে সত্য বলে মানাও নয় বরং তা হচ্ছে মস্তিষ্কের এ চিন্তা ও মনের স্বীকৃতিকে বাস্তবে রূপদান করা। মানুষ দুনিয়ার জীবনের সব কাজে আল্লাহর বিধানকে কার্যকর করবে, নির্বিঘ্নে তার আইন নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করবে, এটাই হলো ইসলাম বা আত্মসমর্পণ।’

Maleshiua3

ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো. মনির বিন আমজাদ, মেয়র মো. হানিফ, মো. সাদেক, মো. শরিফ, মো. শাহীন, মো. আব্দুল্লাহ, নূরুল ইসলাম, মো. সুলতান, জাহিদ, মো. নিরব হোসেনসহ ব্যবসায়ী ও কমিউনিটি ও সামাজিক সংগঠনের নেতারা।

ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]