লন্ডনে দুই বাংলাদেশির কারাদণ্ড

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৪ এপ্রিল ২০১৯

মাদকদ্রব্য সরবরাহে জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদিন (২৪) ও সামুন মিয়া (২৮) নামে দুই ব্রিটিশ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট। বুধবার দেশটির ক্রাউন কোর্ট এ আদেশ দেন।

পুলিশের অভিযোগপত্রে দাবি করা হয়েছিল- তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। সমন্বিত এক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

জয়নাল ও সামুন ২২ জনের একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দলের সদস্য। চক্রের ১৯ সদস্য পুরুষ, বাকি তিনজন নারী। অভিযোগপত্রে বলা হয়, গোটা চক্রটি সবাই পুর্ব লন্ডনে মাদক ব্যবসায় জড়িত ছিল।

ওল্ড বেথনাল গ্রিন এলাকার বাসিন্দা জয়নাল আবিদিনকে হেরোইন ও কোকেন সরবরাহের অভিযোগে চার বছরের কারাদণ্ড ও অন্যদিকে ইসল অব ডগসের বাসিন্দা সামুন মিয়াকে একই অভিযোগে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]