মনোমালিন্যে হত্যা : মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে গ্রেফতার

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৯

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার দায়ে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন একই সঙ্গে কাজ করতেন কিন্তু মনোমালিন্যের কারণে হত্যা করে অন্য দুজন। ব্যাগে ভরে লাশটি ফেলে দেয় ১০ কিলোমিটার দূরে। হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

৪৮ ঘণ্টা পার না হতেই পুলিশ দুই বাংলাদেশিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে।

Malaysia-1

বুধবার সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেয় সেরডাং পুলিশ।

গত ১ এপ্রিল (সোমবার) সেকশেন ১ বান্ডার পুচোং এলাকায় একটি ব্যাগের মধ্যে থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ না করলেও সংবাদ সম্মেলনে তাদের ছবি দেখানো হয়।

জেএইচ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]