অভিবাসীদের সম্মানে ‘হারমনি ডে’ পালন

মো. আবুল কালাম আজাদ
মো. আবুল কালাম আজাদ মো. আবুল কালাম আজাদ , অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ৩১ মার্চ ২০১৯

অস্ট্রেলিয়া বহুজাতিক অভিবাসীদের আবাসস্থান। আর এসব অভিবাসীদের সম্মানে দেশটিতে প্রতিবছর মার্চ মাসে ‘হারমনি ডে’ পালিত হয়। ১৯৯৯ সাল থেকে বহুজাতিক অভিবাসীদের সম্মানে আস্ট্রেলিয়ায় এ দিবস পালিত হয়ে আসছে।

অস্ট্রেলিয়ান নাগরিক বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করে। হারমনি দিবস উদযাপনে পারস্পরিকভাবে বিভিন্ন অভিবাসী মানুষদের ঐক্য, ঐতিহ্যগত কর্মক্ষমতা, পোশাক, সঙ্গীত, শিল্প, খাদ্য এবং আরও অনেক কিছু দিয়ে সম্মান জানানো হয়।

Austrelia

হারমনি সপ্তাহকে সামনে রেখে সিডনির ল্যাকান্বাতে বাংলাদেশি কমিউনিটিতে ‘হারমনি ডে’ পালন করে। এই অনুষ্ঠানের আয়োজক সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন।

হারমনির উদ্দেশ্যই হলো বহুজাতিক সংস্কৃতিকে একে অন্যের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা। হারমনির মাধ্যমে যে কোনো জাতিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলা যায়।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]