সৌদির আছির প্রদেশে স্বাধীনতা দিবস উদযাপন

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ৩১ মার্চ ২০১৯

সৌদি আরবের বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, আছির প্রদেশ শাখার উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ দেশটির আছির প্রদেশের জাহারান আল জুনুবের একটি হোটেল মিলনায়তনে আয়োজিত হয়।

হাফেজ ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছিলেন বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার সৌদি আরব।

বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান, জয়নাল আবেদীন। মুজাম্মেল হক, নুরুল হক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবারের নেতারা। সভায় বক্তারা বলেন, ‘বিদেশের মাটিতে আজ আমরা আপনজনদের ছেড়ে জীবিকার তাগিতে পরবাসী কিন্তু আমাদের মন সব সময় পড়ে থাকে দেশের মধ্যে তাই আজ দেশের কোটি প্রাণের সাথে স্বাধীনতা ও জাতীয় দিবসের উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই আয়োজন।’

বক্তরা আরও বলেন, ‘১৯৭১ সালের বঙ্গবন্ধুর সেই গগণ বিধারী ভাষণ’ এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এ ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেশকে শত্রুমুক্ত করার জন্য। আজ মহান দিনে সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]