রোমে কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ৩১ মার্চ ২০১৯

ইতালির রোমে কানেক্ট বাংলাদেশের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইউরো বাংলা রেস্টুরেন্টে এ সভা আয়োজিত হয়।

কানেক্ট বাংলাদেশের ইতালি সমন্বয়ক মুজিবুর রহমানের পরিচালনায় কেন্দ্রীয় সমন্বয়ক আঁখি সীমা কাউসারের সভাপতিত্বে বক্তব্য দেন সমন্বয়ক সচিব কাজী জাকারিয়া, কোষাধ্যক্ষ রওশন আরা, জমির হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধাদের আত্মদানে আজকের স্বাধীন বাংলাদেশ। প্রবাসীদের অধিকার আদায়ের জন্য কানেক্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

তারা বলেন, ‘কানেক্ট বাংলাদেশ ‘‘বাংলাদেশের উন্নয়ন প্রবাসীদের অধিকা‘’ স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রবাসীদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাবে অরাজনৈতিক সংগঠনটি।’

সভায় এফআর টাওয়ারের নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া যে কোনো বিল্ডিং প্লান অনুযায়ী করার জোর দাবি জানানো হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]