জাপানে সাকুরা উৎসবে বাংলাদেশিরা
মার্চের শেষ এবং এপ্রিলের শুরুতে জাপানবাসীরা মেতে ওঠেন সাকুরা উৎসবে। এ উৎসবের আমেজ গায়ে মাখতে কোনো অংশে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা।
টোকিওতে সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান আসুকামাইয়া পার্কে আয়োজন করা হয় সাকুরা উৎসবের। গত ৭ বছর ধরে জালাল ও তার সহধর্মিণী এ সাকুরা উৎসবের আয়োজন করে আসছেন।
দলমত-নির্বিশেষে জাপানের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক টুকরো বাংলাদেশে পরিণত হয় আসুকামাইয়াই পার্কটি। উৎসবে বাঙালি ললনাদের রং বেরঙের শাড়ি ও খোপায় সাকুরা ফুলের সাজ নজরকারে উপস্থিত সবার। উৎসবে আপ্যায়নে ছিল বিভিন্ন রকমের বাঙালি ডাল ভাত, ফোচকা চটপটিসহ আরও অনেক রকম মুখরোচক খাবার। পরে প্রবাসী বাঙালিদের মাঝে কুইজ প্রতিযোগিতা হয়। সর্বশেষে অনুষ্ঠানে গান পরিবেশন করে জাপানে ঐতিহ্যবাহী কালচারাল সংগঠন স্বরলীপি, গানের তালে নেচে-গেয়ে উপোভোগ করেন উপস্থিত সবাই এবং সন্ধ্যায় সাকুরা ফুলের সৌরভ গায়ে মেখে যার যার বাসায় ফিরে যান প্রবাসী বাংলাদেশিরা।
জেডএ/পিআর