জর্ডানে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

সেলিম আকাশ
সেলিম আকাশ সেলিম আকাশ , জর্ডান প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৯ মার্চ ২০১৯

জর্ডানে স্ট্রোক করে হাবিবুর রহমান নামে বাংলাদেশি মারা গেছেন। সোমবার সকাল ৮টার দিকে কাজে যাওয়ার সময় রাস্তায় স্ট্রোক করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া নিল্লা রাজিউন।

জানা গেছে, সংসারের সুখের আশায় ২০০১ সালে জর্ডান হাইটাস্ক কোম্পানিতে আসেন। ওই কোম্পানিতে পাঁচ বছর থাকার পর অন্য কোম্পানিতে যোগ দেন। হাবিবুর রহমানের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামে।

হাবিবুরের মৃত্যুতে জর্ডান প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। যাবতীয় প্রক্রিয়া শেষে মৃতের লাশ দেশে আনা হতে পারে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মাসের কন্যা সন্তান রেখে গেছেন।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]