জাপানে মহিলা লীগের নতুন কমিটি
জাপানে যুব মহিলা লীগের নবগঠিত কমিটিতে রুমানা হাওয়লাদারকে আহ্বায়ক করে পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সম্প্রতি দেশটির রাজধানীর টোকিও এক হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ থেকে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন।
তিনি বলেন, ‘জাপান যুব মহিলা লীগের পথ চলা শুরু হয়েছে। আপনারাই পারেন বাংলাদেশকে এগিয়ে নিতে। প্রবাসের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিংসা ভুলে প্রবাসীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান যুব মহিলা লীগের আহ্বায়ক রুমানা হাওলাদার। প্রধান অতিথি ছিলেন জাপান আওয়ামী লীগের সভাপতি সালেহ মো. আরিফ, বিশেষ অতিথি ছিলেন খন্দকার আসলাম হিরা, শাহ আলম। আরও উপস্থিত ছিলেন রিহানা, হুমায়রা, শাওন, তমা প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইসরা ও রাবিনা। যুব মহিলা লীগ জাপান শাখার আহ্বায়ক রুমানা হাওলাদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে জাপান থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
বলেন, ‘যুব মহিলা লীগকে আমরা সারা বিশ্বে পরিচিত করতে জাপানে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। সবার সহযোগিতায় জাপান মহিলা লীগ ভালো কিছু করবে বলেও আশ্বাস ব্যক্ত করেন তিনি।’
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ।’
এমআরএম/এমকেএইচ