আবুধাবি প্রেসিডেন্সিয়াল প্যালেস উন্মুক্ত হচ্ছে আজ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১১ মার্চ ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি প্রেসিডেন্সিয়াল প্যালেস ১১ মার্চ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ইউএইতে আগত হাজারো পর্যটকের জন্য প্যালেসটি হবে অন্যতম আকর্ষণ।

‘কাসর আল ওয়াতন’ নামে ঐতিহাসিক প্রেসিডেন্সিয়াল প্যালেসের নতুন নামকরণ করা হয়েছে। রাজধানীর রাস আল আখদারে নির্মিত প্যালেস প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। পূর্ণবয়স্কদের জন্য ৬০ দিরহাম এবং শিশুদের জন্য ৩০ দিরহাম প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া শুধু প্যালেসের বাগান পরিদর্শন করতে পূর্ণবয়স্কদের জন্য ২৫ দিরহাম ও শিশুদের জন্য ১২ দিরহাম নির্ধারণ করা হয়েছে। তিন বছরের ছোট শিশুদের বেলায় কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সময় প্রধানমন্ত্রী ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবুধাবি আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে তোলা বঙ্গবন্ধুর একটি দুর্লভ ছবি যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে উপহার দেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]