ইতালির রোমে নারী দিবস উদযাপন

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১০ মার্চ ২০১৯

পৃথিবীর কোথাও ‘নারী দিবস’ উদযাপনের দিন আবার কোথাও বা প্রতিবাদের। বিশ্বজুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিনটির পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। ইতালিতে রোমা ওয়েস্ট সানপাওলো বৈশাখী মেলার মাঠে বিশ্ব নারী দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশি নারী সমাজ।

ওইদিন বিকেল থেকে নানা সাজে নিজেদের হাতে দেশীয় পিঠা নিয়ে হাজির হন নারীরা। মাথায় হলুদ ফুল আর হলুদ শাড়ী পরে স্বামী সন্তানসহ উদযাপন করে নারী দিবস। সানপাওলো পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালির রাজনৈতিক দল পিডি ৮নং ওয়ার্ড প্রেসিডেন্ট আমেদীও সাকেরী।

বিশ্বের নির্যাতিত নারীদের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, যুদ্ধ বিধস্ত দেশে নারী ধর্ষিত হয়, বিভিন্ন দেশে নারীকে ভোগের বস্তু হিসেবে দেখা হয়, নারীর ওপর জুলুম অত্যাচার করা হয় আমরা এর তীব্র নিন্দা জানাই।’

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ফাবিয়ানা, কাউন্সিলর কবির হোসেন। রোমা ওয়েস্ট সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি শেখ ইসহাক, রোম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, ভৈরব পরিষদ ইতালির সভাপতি আব্দুল হোসেন কেন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সমিতির মহিলা সম্পাদিকা রিনা কবির, নারী নেত্রী সুলতানা নিগার মিতার আমন্ত্রণে বক্তব্য দেন লাকি বেগম, নাহিদা, পপি, শারমিন, শাহনাজ প্রমুখ।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]