প্রবাসীরা গোল্ডেন বয়, দাবি পূরণে সচেষ্ট থাকব : ইমরান আহমেদ

বাইজিদ আল-হাসান
বাইজিদ আল-হাসান বাইজিদ আল-হাসান , ওমান প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১০ মার্চ ২০১৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ প্রবাসীদের দাবি পূরণ করার আশ্বাস দিয়ে বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় বসে নয়, সরাসরি প্রবাসীদের কাছে গিয়ে তাদের চাহিদা জানব, তাদের সমস্যা শুনে সে মোতাবেক সমাধান করব। প্রবাসীরা গোল্ডেন বয়, তাদের দাবি পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে’

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো চায় প্রশিক্ষিত কর্মী। বর্তমান সরকার দেশে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিদেশে কর্মী পাঠাতে উদ্যোগ নিয়েছে। সম্প্রতি বিমানবন্দরে ইয়াবাসহ বাংলাদেশিদের গ্রেফতার করা দেশের জন্য কলঙ্কজনক, যা নিয়ে আমরা কঠোর অবস্থান নিয়েছি। মাদক ব্যবসায়ীদের শুধু এ দেশের আইনে শাস্তি নয়, দেশে গিয়েও শাস্তির আওতায় আনা হবে।

oman2

প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রথমবারের মতো ওমান প্রবাসীদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেয় প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। সম্প্রতি রাজধানী মাসকাটের বাংলাদেশ স্কুলের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে ওমানের  বাংলাদেশ দূতাবাস।

রাষ্ট্রদূত গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও দ্বিতীয় সচিব আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দূতাবাসের শ্রম কাউন্সিলর জিয়াউল হক। মন্ত্রণালয়ের দুই সচিবসহ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল মাস্কাটের অধ্যক্ষ ফারজানা করিম। বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বাংলাদেশি কমিউনিটির নেতারা ওমান প্রবাসীদের পক্ষ থেকে মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।

oman3

বঙ্গবন্ধু পরিষদ ওমানের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘প্রবাসে এসে নানা রোগব্যাধি কিংবা দুর্ঘটনায় হাসপাতালে দিনের পর পর দিন থাকতে হয়; তাদের চিকিৎসার ক্ষেত্রে দূতাবাস থেকে সরকারিভাবে সহায়তার দাবি জানাই। দেশে টাকা পাঠাতে দুই রিয়াল খরচ বহন করতে হয়; তা যদি বন্ধ করা যায় তবে সরকার বিশাল অংকের রেমিট্যান্স পাবে। অন্যথায় অবৈধ হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বন্ধ সম্ভব নয় বলেও উল্লেখ করেন এ কমিউনিটি নেতা।

এ সময় চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ও সিআইপি অ্যাসোসিয়েশন-এর সেক্রেটারি ইয়াছিন চৌধুরী সিআইপি লাশ বহনের সুবিধার্থে ওমানে বাংলাদেশ বিমানের বড় বিমান পুনরায় চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘৮ লাখ বাংলাদেশির বসবাস ওমানে। অনেকে থাকেন পরিবার-পরিজন নিয়ে। তাদের সন্তানদের শিক্ষার জন্য এখানে পাঁচটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা হলেও সেসব স্কুলের দুরূহ অবস্থা। প্রতিষ্ঠানগুলো রক্ষার্থে সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানান।

oman4

এ ছাড়াও কমিউনিটির একাধিক নেতার বক্তব্যে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। এর ভেতর উল্লেখযোগ্য দাবি হচ্ছে ‘প্রশিক্ষিত কর্মী তৈরি করতে ওমানে বাংলাদেশি ডিপ্লোমা কলেজ স্থাপন, বেসরকারি কিংবা সরকারি ব্যাংকের শাখা স্থাপন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, দেশে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন, লাশ দেশে দ্রুত পাঠাতে দূতাবাসের ত্বরিত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এর আগে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীরা। এ ছাড়াও ওমান আওয়ামী লীগ, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, বাংলাদেশ সমিতি, চট্টগ্রাম সমিতি ওমান, বঙ্গবন্ধু পরিষদ, ওমান যুবলীগ, বাংলাদেশ সিআইপি অ্যাসোসিয়েশনসহ একাধিক সংগঠন ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]