মৌলভীবাজারের আতর সারা বিশ্বে বাজারজাতের আহ্বান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৯ মার্চ ২০১৯

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের আগর আতর শিল্প মধ্যপ্রাচ্যে বাজারজাত হয়ে দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। এ শিল্পকে বিশ্বের বিভিন্ন দেশে রফতানির আহ্বান জানানো হয়।

সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব, আমিরাত শাখার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শারজাহের একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

প্রবাসে কোনো কর্মী কাজ হারালে তার পাশে কেউ দাঁড়ালে পরিবার ভরসা পায়। আরব আমিরাতে থাকা মৌলভীবাজার প্রবাসীদের যে কোনো সমস্যায় প্রবাসী ভিআইপি ক্লাব পাশে থাকবে বলে জানানো হয়। সংগঠনটির কমিটি গঠন অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

সংগঠনটির প্রবাসী ভিআইপি ক্লাবের আহ্বায়ক হুমায়ুন রশীদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাপলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহীন আল রাজী।

এ সময় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন সদস্য সচিব রাসেল আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ হাজী আব্দুল হামিদ, মোখলেছ মিয়া, মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক, মাহতাব উদ্দিন, সাগর আহমদ, জাকির হোসেন, আব্দুল মুকিদ, কামাল হোসেন খাঁ, রিপন আহমদ, মোহিন আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া আরো বক্তব্য দেন একাত্তর টিভি প্রতিনিধি লুৎফুর রহমান, কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক ইছমত আলী, সাংগঠনিক সম্পাদক আবু সারোয়ার তালুকদার, আব্দুল হামিদ বদরুল, ওসমানী স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাহজাহান সজীব সহ আরো অনেকে।

পরে মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব (গ্লোবাল) আরব আমিরাতের হুমায়ুন রশিদকে সভাপতি, রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। আরব আমিরাতে বসবাসরত মৌলভীবাজারের প্রবাসীদের ব্যাপক প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সংগঠনটির সারা বিশ্বে শাখা রয়েছে। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং এলাকার প্রাকৃতিক সম্পদ বিশ্ববাজারে তুলে ধরতে কাজ করবে বলেও জানানো হয়।

মৌলভীবাজারের আগর গাছ থেকে তৈরি হচ্ছে মূল্যবান তরল আতর। ইউরোপ-মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশেই চড়া দামে রফতানি হচ্ছে পণ্যটি। লোকচক্ষুর অন্তরালে থাকা অন্যতম এক শিল্পখাত আগর। এটি মৌলভীবাজারের সবচেয়ে বিস্তৃত শিল্প। এরকম ব্যপক আর সংগঠিত অন্য কোনো শিল্প মৌলভীবাজারে নেই।

দেশের নিবন্ধিত ১২১টি আগর তৈল তৈরির কারখানার মধ্যে সিলেটে রয়েছে ২টি। বাকি সবগুলো মৌলভীবাজারে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর আগর উৎপাদনের এলাকা হিসেবে দেশে বিদেশে পরিচিত।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]