রিয়াদে লেবার সার্ভিস এক্সিবিশন সম্পন্ন

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি সৌদি আরব
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৮ মার্চ ২০১৯

সৌদি আরবের রাজধানী রিয়াদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী দ্বিতীয় রিক্র্যুটমেন্ট অ্যান্ড লেবার সার্ভিস এক্সিবিশন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ শুরু হয় এ প্রদর্শনী।

বেসরকারি খাতে কর্মপরিবেশের আকর্ষণ বৃদ্ধি ও ব্যক্তিগত উদ্যোগে কাজ করার জন্য পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রদানের উপর জোর দিতেই এ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

Soudi-2.jpg

অনুষ্ঠানে অংশ নেয়া জনশক্তি নিয়োগ ও মানউন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাঈম বলেন, ইতোমধ্যে বাংলাদেশ থেকে দক্ষ এবং আধাদক্ষ কর্মী নিয়োগের বিষয়ে ৭-৮টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে। আরও কিছু চুক্তি সই হওয়ার অপেক্ষায় রয়েছে।

Soudi-2.jpg

রিয়াদ-বাংলাদেশ দুতাবাসের শ্রম শাখার তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশি এই প্রতিষ্ঠানটির স্টলে প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে রিক্রুটমেন্ট হিউম্যান রিসোর্স অ্যান্ড লেবার সুপারটিভ সার্ভিস ফোরামের মেলা উদ্বোধন করেন রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন আবদুল আজিজ। বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের স্টল উদ্বোধন করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ ।

এমএসএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]