জ্বলন্ত আগুন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ এএম, ০১ মার্চ ২০১৯

পুড়লো গাড়ি পুড়লো বাড়ি
ঢাকার চকবাজারে
কত মায়ের সন্তান পুড়লো
সেই ভয়াবহ অনলে

কত জনে দগ্ধ হলো
হারালো হাত পা
কেউ আবার করছে
স্বপ্ন ভাঙার কান্না

সিঁড়ি বেয়ে পারেনি নামতে
গর্ভবতী নারীটি
ভালোবাসার প্রমাণ দিল
সেই নারীর স্বামীটি

মহিলা তখন মুচকি হেসে বলে,
ওগো যাও না তুমি চলে
স্বামী বলে কেমন করে যায়
বল তোমায় ফেলে

ছোট ছোট শিশুগুলো
গেল মা বাবার সঙ্গে
জানতো না তারা আসবে না আর
আপন সুখের ঘরে

শখ করে ছেলে বলে
বাবা খাব আমি বিরানি
বিরানি হাতে বাবা আছে
কিন্তু ছেলের দেখা মিলেনি

এক ভাইয়ের সন্ধ্যান নিতে
ছুটে এলো আরেক ভাই
লাশ পেয়ে জানায় পরিবারে
আমার ভাই আর বেঁচে নাই

হিংস্র অনল দহনিতে
পারল নাকো পোড়াতে
মহাগ্রন্থ আল কোরআন
এটাইতো হকের বিধান

fire

উল্লেখ্য, পুরান ঢাকার বাতাসে ফের ছড়িয়ে পড়ে পোড়া লাশের গন্ধ। সম্প্রতি শোকের শহরে পরিণত হয় ঢাকা। ২০১০ সালের নিমতলী ট্র্যাজেডির পর এ রাতে ফের ঘটে গেল আরেক ট্র্যাজেডি। রাজধানীর চকবাজার এলাকার কয়েকটি ভবনে লাগা আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়েছে ৭৮টি তাজা প্রাণ।

অতিথি লেখক- মুহাম্মদ মোবারক আলী আবির

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]