আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুল’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছের তালুকদার ও আলাউদ্দিন’র যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিরিংগী বাজার ওয়ার্ড কমিশনার হাসান মুরাদ বিপ্লব।

শওকত আকবর, সেলিম আনছারী, জমির হোসেন, মোহাম্মদ আইয়ুব খান, মোজাম্মেল হোসেন চৌধুরী, মাহবুব খন্দকার, আজিম শিকদারসহ আরো অনেকে বক্তব্য করেন।

অনুষ্ঠানে মহান ভাষা শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ স্বাধীনতা হতে স্বাধীনতার আন্দোলনে সর্বোপরী ঢাকায় অগ্নিদগ্ধদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় ভাষা আন্দোলনের বিভিন্ন স্মৃতি চারণ করে বক্তব্য করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে আবু তাহের শাহ, আব্দুর রাজ্জাক, নাজিমউদ্দিন, দিদারুল হক, সেলিম নেওয়াজসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]