আমিরাতে ২৫ বছর পর সাংস্কৃতিক কেন্দ্রে বঙ্গবন্ধুর ছবি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের উম্মা আল কোয়াইনে অবস্থিত বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রায় ২৫ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হয়েছে। দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রাস আল খাইমা বাংলাদেশ প্রাইভেট ইংলিশ স্কুলের সভাপতি পেয়ার মোহাম্মদ, উম্মা আল কোয়াইন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি অনুকল রাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

এ ছাড়া সহ-প্রচার সম্পাদক রুবেল আহমেদ শিবলু, সদস্য কাজি হাবিবুর রহমান, ময়নুল ইসলাম, আলি আকবর, সাতির আলী, ওমর ফারুক কফিল, মাওলানা ওমর ফারুক, সংযুক্ত আরব আমিরাত কমিউনিটি নেতা আবুল কাশেম, কামরুল ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]