‘মুন্সিগঞ্জ সমিতি’ ইতালির ত্রি-বার্ষিক সম্মেলন

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

ইতালির রোমে মুন্সিগঞ্জ জেলা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশটির স্থানীয় রসই রেস্টুরেন্টে আয়োজিত ২২ ফেব্রুয়ারি এই সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুর রহমান ভুইয়া।

সাধারণ সম্পাদক হেলাল রায়হানের পরিচালনায় সংগঠনের নানা বিষয় বলেন প্রধান উপদেষ্টা শেখ মো. হোসেন মনির, উপদেষ্টা শাহজাহান হাওলাদার, নির্বাহী সদস্য জুয়েল আহমেদ জুয়েল, জালাল হাওলাদার প্রমুখ।

দ্বিতীয় পর্বে পুরাতন কমিটি বিলুপ্ত করে সবার মতামতের ভিত্তিতে বিদায়ী সাধারণ সম্পাদক হেলাল রায়হানকে সভাপতি এবং নির্বাহী সদস্য জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা ছিলেন শেখ হোসাইন মো. মনির।

এ সময় সিনিয়র সহ-সভাপতি পদে শরীফ পাইক, ১নং সদস্য পদে সদ্য বিদায়ী সভাপতি আমিনুর রহমান ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলম মাহামুদ, সাংগঠনিক সম্পাদক রাফী ইউনুস মিঝি। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক বলেন, ‘আমরা চেষ্টা করব মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্য এবং সুনাম ধরে রাখতে।’

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]