প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি মিউনিখে

হাবিবুল্লাহ আল বাহার
হাবিবুল্লাহ আল বাহার হাবিবুল্লাহ আল বাহার জার্মানি
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার জার্মানি সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জার্মানির মিউনিখ শহরে ইতোমধ্যে বিপুল সংখ্যক ইউরোপ প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মী জড়ো হয়েছেন। ইতোমধ্যে জার্মান আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জার্মান ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মিউনিখ আসবেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা শীর্ষ সম্মেলনে অন্তত ২৫টি দেশের সরকার প্রধানরা যোগ দেবেন। এ ছাড়া অংশ নেবেন প্রায় ৭০টি দেশের পররাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কনফারেন্সে অংশ নেয়া বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবেন বলে জানা গেছে। এ সম্মেলনের সাইডলাইনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি, অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান ক্রুজ, নরওয়ের প্রধানমন্ত্রী এমা সোলবার্গ, ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মোঘেরিনি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

জেএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]