ইতালিতে অর্থমন্ত্রীকে অভ্যর্থনা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) ৪২তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে ইতালি পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় তিনি রাজধানী রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে পৌঁছালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত আব্দুস সোবহান সিকদার তাকে স্বাগত জানান।

এরপর হোটেল লবিতে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান সর্দার, জামান মোক্তার, সদস্য ফারুক ফরাজী, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, যুবলীগ নেতা সোহেল বকসি, যুবলীগ নেতা রুহুল আমিন, স্বপন দাস, মুরাদ খান এবং বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

leg

এ ছাড়া আজ (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমজেড/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com