প্রবাসীদের সেবা নিশ্চিতে ইতালিতে ‘নেক মানি’ আরেক ধাপ এগিয়ে

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

ইতালির রোমে নেক মানি এক্সচেঞ্জ প্রবাসীদের সেবার পরিধি বাড়াতে আরেক ধাপ এগিয়ে এলো। একই নামে তিন ধরনের সার্ভিস নিয়ে আলবেরতো রোডে নতুন শাখার যাত্রা শুরু হয়েছে। রোববার রোমের বাঙালি অধ্যুষিত এলাকা পিয়েচ্ছা ভিত্তোরিও নেক মানি, নেক ট্রাভেলস এবং নেক কার্গোর বাণিজ্যিক কার্যালয়ের উদ্বোধন করা হয়।

Italy3

ফিতা কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন নেক মানির চেয়ারম্যান অ্যান্ড সিইও হাজী ইকরাম ফরাজী। এ সময় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি, ন্যাশনাল এক্সচেঞ্জ কো. প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিআইপি হাজী মো. ইদ্রিস ফরাজী, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন বেপারী, বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন।

নেক মানির কান্ট্রি ডিরেক্টর শেখ শাকিল হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপ, সাধারণ সম্পাদক জমির হোসেন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন প্রমুখ।

Italy3

এ সময় সিইও ইকরাম ফরাজীসহ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী গোকুল দাস এবং স্বপন দাস। সিইও ইকরাম ফরাজী বলেন, ‘আগামী ৩১ মার্চ পর্যন্ত নেক মানি গ্রাহকদের জন্য ৫০ শতাংশ বিশেষ ছাড় রয়েছে।

এবার শুধু মানি এক্সচেঞ্জ নয় নেক ট্রাভেলস, নেক কার্গো সার্ভিস নিয়ে এসেছি। প্রবাসীদের ঝুঁকিমুক্ত, শতভাগ নিরাপদ সেবা দিতে চাই। শতভাগ স্বচ্ছতা রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানে।’ তিনি বৈধভাবে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতি গতিশীল করতে তাগিদ দেন। পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানান।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]