মালয়েশিয়ায় বুলডোজারের আঘাতে বাংলাদেশির মৃত্যু!

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

মালয়েশিয়ায় বুলডোজারের আঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম শরিফ (৩২)। গত ২ ফেব্রুয়ারি রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইমাস চানসোলিন এলাকায় একটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের সময় বুলডোজারের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুডু ফায়ার ও রেসকিউ স্টেশন অপারেশন্স কমান্ডার মোহাম্মদ জয়নুল আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শরিফের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালালামপুর হাসপাতালে রাখা হয়েছে।

শরিফের বিস্তারিত তথ্য জানা যায়নি।

জেডএ/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]