পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাক্ষাৎ

বাইজিদ আল-হাসান
বাইজিদ আল-হাসান বাইজিদ আল-হাসান , ওমান প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওমান শাখার নেতারা। সম্প্রতি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির একটি টিম ওমান শাখার সভাপতি ইবনে মিজান রুবেলের নেতৃত্বে যোগদানে বাংলাদেশ এসে পৌছেঁন।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন- উপদেষ্টা পরেশ বাবু, সহ-সভাপতি জিয়া উদ্দিন টিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, আনোয়ার হোসেন বাদল, কামরুজ্জামান সুমন, দফতর সম্পাদক ওয়াজেদ নিজাম প্রমুখ।

momen

ওমান থেকে আসা সফররত টিম ধানমন্ডির ৩২ নং বাসভবন পরিদর্শন করেন। তারা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, পররাষ্টমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া ওমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

অনুষ্ঠানে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, ওমানে অবস্থিত বাংলাদেশি স্কুলগুলোতে বই কেনা, সরকারি অনুদান না পাওয়া, প্রবাসীদের হয়রানিসহ নানা রকম সমস্যার কথা তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে প্রবাসীদের আশ্বাস দেন তিনি।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]