সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে সিরাজুল ইসলাম মোল্লা নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার জোহানেসবার্গ শহরের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ওই এলাকায় সিরাজুল ইসলামের নিজের প্রতিষ্ঠানে ডাকাতরা চাঁদা চাইতে গেলে তিনি তা দিতে অস্বীকার করেন। এরপর তার প্রতিষ্ঠানে হামলা করে ডাকাতরা। পরে তাকে গুলি করে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনার পর তার সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সকালে হাসপাতালেই মৃত্যু হয় তার।

সিরাজুল ইসলাম মোল্লা মাদারীপুর জেলার সন্ন্যাসীর চর গ্রামের হাজী নুর উদ্দিনের ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, সম্প্রতি আফ্রিকার বিভিন্নস্থানে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ডাকাত এবং দুর্বৃত্তদের হামলায় একের পর এক বাংলাদেশি নিহত হচ্ছেন।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]