আমিরাতে সৈয়দ আশরাফের স্মরণে দোয়া মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আবুধাবি আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) জাফরি হোটেলে সংগঠনের সভাপতি শহিদুল্লাহ শহীদ-এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বশির ভূঁইয়া, মুহাম্মদ শাহাজাহান, মুহাম্মদ দেলোয়ার, খলিলুর রহমান, মুহাম্মদ জামাল, মুহাম্মদ আকতার মিরজি, আনিসুর রহমান মনজু, সোহেল মাঝি, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাদেক হোসেন স্বপন, মৌলনা ফয়সাল সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তিনি রাজনীতিবিদ-এর জন্য মডেল বলেও উল্লেখ করেন প্রবাসী আওয়ামী নেতারা।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]