যৌন হয়রানি প্রতিরোধে কঠোর হচ্ছে ফিনল্যান্ড

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

অভিবাসীদের অপরাধ দমনে আরো কঠোর আইন করতে যাচ্ছে ফিনল্যান্ড সরকার। সম্প্রতি দেশটিতে অভিবাসীদের দ্বারা যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় এ সংক্রান্ত আইন আরো কঠোর করার বিষয়ে একমত হন আইন প্রণেতারা।

প্রস্তাবিত এ আইনের মধ্যে রয়েছে, শিশুদের যৌন হয়রানির সর্বনিম্ন শাস্তির মেয়াদ আরো বাড়ানো এবং অপরাধীর নাগরিকত্ব বাতিল করা।

ফিনল্যান্ডে অভিবাসীদের দ্বারা যৌন হয়রানির সংখ্যা বাড়ছে। হেলসিঙ্কি পুলিশ শনিবার যৌন হয়রানির অভিযোগে তিন অভিবাসীকে আটক করেছে। এদিকে গত শুক্রবার, দেশটির উলু শহরের পুলিশ যৌন হয়রানি অভিযোগে তিনজন অভিবাসীকে আটক করে। পুলিশ জানায়, তারা গত ডিসেম্বরে একই অভিযোগে অন্তত নয়জনকে আটক করেছে।

শনিবার প্রকাশিত বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্টো বলেন, এ ধরনের অপরাধ কোনভাবেই মেনে নেয়া যায় না। ‘এটা কোনভাবেই কাম্য নয় যে, যাদেরকে আমরা এনেছি ও এখানে থাকতে দিয়েছি তারা এখানে উছৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে।’

বুধবার সংসদ অধিবেশন শেষে ফিনল্যান্ডের সেন্টার পার্টির এমপি আন্টি কাইক্কোনেন স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, এ ধরনের অপরাধ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে সংসদ সদস্যরা একমত হয়েছেন।

সম্প্রতি যৌন হয়রানির বিষয়ে আদালতের রায় নিয়ে বিতর্ক চলছে দেশটিতে। ফিনল্যান্ডের আদালতের রায়ে বলা হয়, কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ১০ বছর বয়সী কারো সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তাকে যৌন হয়রানি বলা যাবে না।

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে তারা দেশজুড়ে ১৪ শ'টি যৌন হয়রানির অভিযোগ পেয়েছে, যার মধ্যে ২৫ ভাগের সঙ্গেই অভিবাসীরা যুক্ত।

সূত্র: ডিডাব্লিউ/এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]