আমিরাতে বাংলাদেশ বিজনেস ফোরামের নতুন কমিটি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) এর ২০১৯ কার্য সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) শারজাহ আল হুদাইবিয়া রেস্তোরাঁয় এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের ৭৬ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামিলুল কাইয়ূম জামিল। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন রুবেল।

এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আলা উদ্দিন। ২০১৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের এ সংগঠন আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশনের প্রস্তুতি নিচ্ছে বলেও নেতারা জানান।

বাংলাদেশি ব্যবসায়ীদের এ সংগঠনে পরপর দু’বার সভাপতি, সম্পাদক নির্বাচিত হতে পারেন না। নির্বাচন কমিশন যোগ্য দেখে ৩/৪ জন প্রতিনিধিকে সভাপতি এবং সাধারণ সম্পাদকের মনোনয়ন দিয়ে থাকেন।

পরবর্তীতে সকল প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি আর সাধারণ সম্পাদক পরে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]