প্রবাসী ফুটবলারের পাশে পূর্বাঞ্চল বিএনপি

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

সৌদি আরবের রিয়াদে প্রায় এক মাস আগে ফুটবল খেলতে গিয়ে ডান পা ভেঙে যায় প্রবাসী সাংবাদিক ফকির আল আমিনের। পা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরে সংগঠনটির অর্থনৈতিক সহযোগিতায় আল-আমিন পুরোপুরি সুস্থ হয়েছে বলে জানা গেছে।

প্রবাসী ফকির আল আমিনকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কারী আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, রিয়াদ মহানগর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন ফরায়েজি, সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদসহ বিএনপির নেতারা।

সংগঠনটি আলামিনের চিকিৎসার দায়িত্ব নেন। রিয়াদের চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার-এর ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের এমডি আবদুল্লাহ আল মামুন, ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান-এর সার্বিক সহযোগিতায় ফকির আল আমিন-এর পায়ে সফল অপারেশন হয়েছে।

তার অপারেশন বাবদ প্রায় ৪৫ হাজার (সৌদি রিয়াল) সংগ্রহ করেন কারী আবদুল হাকিম-এর নেতৃত্বে- ফারুক আহমেদ চাঁন, তাজুল ইসলাম গাজী, শাহাবুদ্দিন ফরায়েজি, মো. জাহাংগীর আলম, তালুকদার হারুনূর রশিদ, ঢাকা মেডিকেল সেন্টার-এর ডিএমডি আরমান।

রিয়াদে হাসপাতালের বিছানায় সফল অপারেশনের পর ফকির আল আমিন তাকে সহযোগিতার জন্য তার পাশে দাঁড়ানোর জন্য পূর্বাঞ্চল বিএনপি এবং ঢাকা মেডিকেল সেন্টারের সবার প্রতি কৃতজ্ঞতা জানান ফকির আল আমিন।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]