হাসিমুখে নতুনকে আলিঙ্গন অস্ট্রেলিয়া প্রবাসীদের
এক অন্যরকম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছর ২০১৯ সালকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার বাসিন্দারা। সিডনিতে প্রায় দুই মিলিয়ন লোকের উপস্থিতিতে আতশবাজি ফোটানো হয়। নববর্ষ পালনে সিডনি বিশ্বের শীর্ষে অবস্থানে রয়েছে আর সেটা তারা প্রমাণ করেছে বর্ণাঢ্য আলোকসজ্জায়।
নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরী অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউজ সংলগ্ন এলাকাতে নেমেছিল মানুষের ঢল। পর্যটকসহ অস্ট্রেলিয়ানদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও উপস্থিত ছিলেন এ মাঠে।
রাত ১২টা বাজার ১০ সেকেন্ড আগে থেকে ‘কাউন্ট ডাউন’ শুরু হয়। ঠিক ১২টা ১ সেকেন্ডে সিডনি শহর ১২ মিনিটের জন্য আতশবাজির ঝলকানিতে মুখরিত হয়ে ওঠে। পৃথক পৃথক স্থানে আতশবাজি তৈরি করা হয়েছে, যার মধ্যে ৩৫ হাজার ধূমকেতু নিক্ষেপ করা হয়েছে।
হাসিমুখেই বিদায় জানায় পুরাতনকে, একই হাসিতেই আলিঙ্গন করে নিল নতুনকেও। সবার প্রত্যাশা নতুন বছর হবে আশা ও আকাঙ্ক্ষার বছর।
এমআরএম/এমএস