আওয়ামী লীগের বিজয়ে ইউরোপ আওয়ামী লীগের অভিনন্দন

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২ এএম, ০১ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ। এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম,এ,গনি এই অভিন্দন জানান।

বিবৃতিতে স্বাধীনতা, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতির জন্য আবারও শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য সমগ্র দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যবদ্ধতা ও তৃণমূলের ইস্পাত দৃঢ়তার জন্য আওয়ামী লীগের আজকের এ বিজয় অর্জন সম্ভব হয়েছে।

বিবৃতিতে একাত্মতা প্রকাশ করেন- ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম নজরুল ইসলাম, লোকমান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ডা. বিদ্যুৎ বড়ুয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক এম হাসনাত মিয়া, মহিলা সম্পাদিকা হোসনে আরা, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলাম চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক চৌধুরী জাহাঙ্গীর রতন, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ, সম্পাদক ড.ফরহাদ আলী খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জসিম,সাধারণ সম্পাদক শওকত ওসমান,গ্রীস আওয়ামী লীগের সভাপতি রাকিব মৃধা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্পেন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক রিজভী আলম, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া হায়দার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

এমএমজেড/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]