বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নির্বাচনে সুমন-সোহাগ প্যানেল জয়ী

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

‘বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি’র নির্বাচনে সুমন সোহাগ পরিষদ প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। রোববার রাজধানীর ভিয়েনার হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

মোট ১৪৩৭ জন এই নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার নেয়ামুল বশির, পারভেজ মনোয়ার এবং শাহ কামাল। বিজয়ী সুমন-সোহাগ পরিষদ পেয়েছে ৫১৮ প্যানেল ভোট এবং মাসুম-মামুন পরিষদ পেয়েছে ৪১৮ প্যানেল ভোট।

Austia1

সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন বিগত কমিটির সভাপতি এবং বর্তমান কমিটির সদস্যপ্রার্থী শাহ মোহাম্মদ ফরহাদ। ভোটের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান এবং ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

হাসান তামিম/ভিয়েনা অস্ট্রিয়া/এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]