নৌকায় প্রচারণায় রিয়াদ যুবলীগ

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৌদি আরব রিয়াদে নৌকায় প্রচারণা চালাচ্ছে রিয়াদ যুবলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া দেশটির বিভিন্ন পথে-প্রান্তরে নৌকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে।

প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের এমন উদ্যোগ দেশ থেকেও নেতা-কর্মী উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছে। নির্বাচনী প্রচারণায় রিয়াদে আওয়ামী যুবলীগ রিয়াদের সুলাই সাহারা ক্যাম্পের শ্রমিকদের নিয়ে নির্বাচনে নৌকায় ভোট প্রচারণা সভা করেছে।

সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডাক্তার এমারত হুসেন। যুবলীগ নেতা কামাল পাটোওয়ারী ও গিয়াস মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর সভাপতি মোহাম্মদ আলী নুর।

Riad-election

বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার শাহ আলম, কবি শাহজাহান চঞ্চল, শ্রমিক লীগের ভারপ্রপ্ত সভাপতি রেজাউল হক নান্না, সাধারণ সম্পাদক বাবুল দাস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবলীগের উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি এইচ এম আলমগীর হোসেন।

প্রধান বক্তা ছিলেন- আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব। বক্তব্য রাখেন, এস্কান্দর সিকদার, আব্দুল আহাদ নয়ন, কামরুজ্জমান, আব্দুল মান্নান, এয়াকুব আলী, ফয়েজ উদ্দীন লাভলু, নজরুল ইসলাম, রহিম রবি, সাইফুল খন্দকার, আতিক খান, ফজলু শেখ, এম আজিজ তালুকদার, মার্শাল টিটু, কে এম জাকেরুল, সুমন মিয়া, রাশেদ চৌধুরী, হারুন চৌধুরী, জয়নাল আবেদীন, এবি কামরুল ইসলাম প্রমুখ।

প্রচারণা সভায় বক্তারা বিএনপি-জামাতের সন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে প্রবাস থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। বক্তারা বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন এসব ষড়যন্ত্রকারীদের রুখে দেয়া হবে। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]