জেদ্দা কনস্যুলেটে গণশুনানি

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

অভিবাসীদের অধিকার- মর্যাদা ও ন্যায় বিচার স্লোগান সামনে রেখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে এ দিবস পালন করা হয়েছে। ১৮ ডিসেম্বর সকালে দিবসটি উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে অভিবাসীদের সরাসরি সেবা প্রদান ও গণশুনানি হয়।

এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। উপস্থিত প্রবাসীদের মধ্যে কয়েকজন প্রবাসে তাদের অনুভূতি প্রকাশ করেন।

Riad

পরিশেষে কনসাল জেনারেলের শুভেচ্ছা বক্তব্য ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা, পেশাজীবী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]